
বগুড়া সংবাদ : রোববার দুপুরে বগুড়ার কাহালুর তিনদীঘি উচ্চ বিদ্যালয়ের বাস্তবায়নে মেইন গেটের ভিত্তি প্রস্থর স্থাপন ও নাম ফলকের উদ্বোধন করা হয়েছে।
উক্ত ভিত্তি প্রস্থর স্থাপন ও নাম ফলকের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউ পি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, তিনদীঘি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. শাহজাহান আলীি, প্রধান শিক্ষক মো. দেলওয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, কালাই ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর সবুর খান, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক রায়হান আলী সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র/ছাত্রীবৃন্দ।