সর্বশেষ সংবাদ ::

বগুড়া সদরের গোকুল নবজাগরণ যুব সংঘ পরিদর্শন করলেন আঞ্চলিক যুব উন্নয়ন অধিদপ্তর

বগুড়া সংবাদ (এস আই সুমন): শনিবার ৬ সেপ্টেম্বর, যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধনের আবেদনের প্রেক্ষিতে আঞ্চলিক যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক একটি পরিদর্শক দল বগুড়া সদরের গোকুল ইউনিয়নের পলাশবাড়ী উত্তর পাড়া নবজাগরণ যুব সংঘ পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বগুড়া আঞ্চলিক অফিসের ডেপুটি ডিরেক্টর তোসাদ্দেক হোসেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গোলাম রব্বানী এবং বগুড়া সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত অফিসার বৃন্দ। এছাড়াও নবজাগরণ যুব সংঘের সভাপতি রাইসুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, উপদেষ্টা মণ্ডলীর সদস্য লুৎফর রহমান সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় ডেপুটি ডিরেক্টর তোসাদ্দেক হোসেন সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও প্রয়োজনীয় সকল ডকুমেন্ট যাচাই-বাছাই করে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি সরকারিভাবে সংগঠনটিকে নিবন্ধনের জন্য সম্মতি প্রদান করেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
উল্লেখ্য,ডেপুটি ডিরেক্টর সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত অফিসারকে দ্রুত যুব ট্রেইনিং কর্মসূচি গ্রহণের নির্দেশনা প্রদান করেন, যা এলাকার যুবসমাজের উন্নয়নে সহায়ক হবে।

 

Check Also

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় এক ব্যাক্তির মৃত্যু

  বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘি উপজেলার মুরুইল বাজার এলাকায় চলন্ত ট্রাকের সাথে ধাক্কা লেগে আকবর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *