সর্বশেষ সংবাদ ::

বগুড়ায়  ৪২ কোটি টাকার কোবরা সাপের বিষসহ দুইজন গ্রেফতার

বগুড়া সংবাদ : বগুড়া ডিবি পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ৪২ (বিয়াল্লিশ কোটি) টাকা মূল্যের সাপের বিষ উদ্ধারসহ চোরাচালান চক্রের ২ জন আসামী গ্রেফতার।
আজ শুক্রবার বিকালে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাহেবের দিক নির্দেশনায় এসআই মোঃ জিয়াউর রহমান এর নেতৃত্বে ডিবি, বগুড়া ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, বগুড়া শহরের ঠনঠনিয়া, মন্ডল পাড়ার জনৈক এস.এম.এ ফেরদৌস (৭৪) পিতা মৃত আঃ মজিদ অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফ্রান্স থেকে নিয়ে আসা মহা মূল্যবান সাপের বিষ (কোবরা) নিজ হেফাজতে রাখিয়া তাহা বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে শহরের ঠনঠনিয়া, মন্ডলপাড়া, শহীদ নগরস্থ জনৈক আঃ রউফের বসতবাড়ীর দক্ষিন পার্শ্বে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে আসামী এস.এম.এ ফেরদৌস (৭৪), পিতা মৃত আঃ মজিদ, সাং ঠনঠনিয়া (মন্ডল পাড়া) ও মোঃ রমজান আলী (৫৫), পিতা মৃত আজিমুদ্দিন প্রাঃ, সাং গোহাইল সূত্রাপুর, উভয় থানা ও জেলা-বগুড়াদ্বয়কে আটক করা হয়। আটককৃত আসামীদের হেফাজত থেকে ১টি বড় কাগজের কার্টুনের মধ্যে ৫টি কাচের পাত্রের মধ্যে রাখা অবৈধ সাপের বিষ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি জারে ইংরেজিতে RED DRAGON COMPANY, MADE IN FRANCE লেখা আছে। যাহার আর্ন্তজাতিক বাজার মূল্য আনুমানিক ৪২ (বিয়াল্লিশ কোটি) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় জানায় যে, তাহারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ আমদানি নিষিদ্ধ মহা মূল্যবান সাপের বিষ চোরাচালানের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে বিক্রয় করে আসিতেছিলো।
উল্লেখ্য যে, ধৃত আসামী এস.এম.এ ফেরদৌস এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ১টি সিআর মামলা বিচারাধীন আছে।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

Check Also

ধুনটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা, ৩ ঘন্টা পর উদ্ধার

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *