
বগুড়া সংবাদ : জুলাই সনদের আইনী ভিত্তি, সংস্কার ও বিচার দৃশ্যমান এবং পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার দাবী জানিয়েছেন বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। তিনি বৃহস্পতিবার সকালে বগুড়া শহর জামায়াত কার্যালয়ে রুকনদের শপথ অনুষ্ঠানে এ কথা বলেন। আগামী নির্বাচন দেশ ও জাতির ভাগ্য নির্ধারণী নির্বাচন; তাই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত ন্যায়-ইনসাফের নতুন বাংলাদেশ গড়তে নতুন সংগ্রামে অবতীর্ণ হতে সকলের প্রতি আহবান জানান। শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এ্যাডভোকেট আল আমিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, নিজাম উদ্দিন প্রমুখ।
তিনি আরো বলেন, রাষ্ট্রীয় যেকোন সিদ্ধান্ত গ্রহণ করতে জুলাই বিপ্লবের চেতনাকে পুরোপুরি অনুসরণ করতে হবে। অন্যথায় বিপ্লবীরা ঘরে বসে তামাশা দেখবে না। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে প্রয়োজন হলে ছাত্র-জনতা আবারো রাজপথে নামবে। সবার আগে জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আর সংস্কার ও দৃশ্যমান বিচার ছাড়া দায়সারা গোছের নির্বাচন জনগণ কোন ভাবেই মেনে নেবে না। তিনি নির্বাচনে পিআর পদ্ধতির কথা উল্লেখ করে বলেন, প্রচলিত পদ্ধতির নির্বাচনের জনমতের পুরোপুরি প্রতিফলন হয় না। তাই আগামী নির্বাচন পিআর পদ্ধতিই হতে হবে। এ পদ্ধতিতে নির্বাচন হলে সকলের ভোটের প্রতিফলন হবে। তিনি পিআর পদ্ধতি নির্বাচন করার জন্য আরপিও সংশোধন ও গেজেট নোটিফিকেশন জারি করতে নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান। অনুষ্ঠানে ৬৮ জন রুকন শপথ গ্রহণ করেন।