
বগুড়া সংবাদ : বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৫-এ একটি দুর্ভিক্ষ জাতিকে স্বনির্ভর করে ৭ কােটি মানুষের মুখে হাসি ফুটিয়ে ছিলেন। সে কারণে সাধারণ মানুষ তাকে মনের মণি কােঠায় স্থান দিয়েছেন।
তিনি আরাে বলেন,বিগত ফ্যাসিস্ট সরকার খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা ও তারেক রহমানকে নির্যাতন করে জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু তারা তা পারেনি। তারেক রহমান ১৭বছর নিরলস পরিশ্রম করে রাজনীতিতে বিএনপির কর্মীদের ঐকবদ্ধ করেছেন। বিএনপির নেতৃত্বে দিয়েছেন। তারই ফলস্বরূপ ছাত্র -জনতার গণঅভ্যুত্থান।তারই ফলস্বরূপ ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে।
তিনি (৩ সেপ্টেম্বর) বুধবার সকালে সারিয়াকান্দি পাবলিক মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়ােজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হােসেন সনির সভাপতিত্বে উক্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য বগুড়া-১ আসনের সাংসদ আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম আহসানুল তৈয়ব জাকির, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড.নূরে আজম বাবু, সাংগঠনিক সম্পাদক ভিপি সহিদ- উন -নবী সালাম, জেলা বিএনপির উপদেষ্টা নুরুল ইসলাম বাদশা, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু,
“জিয়া শিশু- কিশাের সংগঠন” কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, বিএনপিনেতা মহিদুল ইসলাম রিপন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি এ.এম খায়রুল বাশার ও জাহিদুল ইসলাম হেলাল, ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হােসেন পল্টন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, বিএনপিনেতা লাল মাহমুদ লাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.শরিফুল ইসলাম হিরা, সাংগঠনিক সম্পাদক সােহেল রানা,তাহেরুল ইসলাম পাঞ্জাব, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, যুগ্ন আহ্বায়ক তারাজুল ইসলাম ফণি, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান বাঁধন, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা,পৌর ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম রিপন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান শােভন প্রমূখ।