সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ায় ১০ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে শাজাহানপুর উপজেলার বনানী বাইপাস মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক বনানী বাইপাস মোড় এলাকায় আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে পাথরের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি কাপড়ের বস্তা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকটি জব্দসহ চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার হীরারকুঠি গ্রামের শমসের আলী (৩৫) এবং শিংগিরভিটা গ্রামের সিরাজুল ইসলাম (৩৮)।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে , তাঁরা দীর্ঘদিন ধরে গোপনে গাঁজা এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহ করে আসছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন।

Check Also

বগুড়ায় সেপটিক ট্যাংক থেকে যুবকের মরদেহ উদ্ধার

বগুড়া সংবাদ : বগুড়া সদরে সেপটিক ট্যাংক থেকে ওয়াসিম আহম্মেদ (৩০) নামে এক যুবকের মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *