সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় নারীর দিয়ে ফাঁদ পেতে অপহরণ , ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি ,তুফানের ভাইসহ গ্রেফতার ৭

বগুড়া সংবাদ : বগুড়া জেলা গোয়েন্দা শাখা বগুড়ার বিশেষ অভিযানে অপরহণ হওয়ার ২ ঘন্টার মধ্যে ২জনকে উদ্ধারসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আলোচিত তুফান সরকার ও সাবেক পৌর কাউন্সিলর মতিন সরকারের ভাই ওমর সরকারও রয়েছে।
ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৫ টার দিকে  জাহিদ হাসান নামে এক ব্যক্তি ডিবি অফিসে এসে অভিযোগ করেন যে, তার প্রতিবেশী ফজলুর রহমান (৪৪) ও আেব্দুস ছালাম (৩৫)কে অজ্ঞাতনামা আসামীরা জোরপূর্বক অপহরণ করে সদর থানা এলাকায় আটক রেখে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দিয়ে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।
এমন সংবাদের ভিত্তিতে ডিবি বগুড়া’র ওসি ইকবাল বাহারের নেতৃত্বে একটি টিম মাঠে নামে। এরপর শহরের চকসূত্রাপুর শহীদ বিলু সড়কের পূর্ব পাশে রহমান ভিলার পাঁচতলা বিল্ডিং এর পঞ্চম তলার দক্ষিণ ফ্লাটে অপহরণকারী চক্রের সদস্য কেয়া বেগম (৩৩), আফসানা মিমি (২৪), কামনুর নাহার অধোরা (২২), মহাসিন কাজী সিজান (২৫), এনামুল হোসেন ওরফে রায়হান (২৭), ওমর ফারুক (৩৫) ও নয়ন হোসেন (৩৫)কে গ্রেফতার করে এবং  জখমপ্রাপ্ত অবস্থায় অপহৃত ওই ২ জনকে উদ্ধার করা হয় । সেইসাথে ধৃত আসামিদের হেফাজত হতে পাঁচ হাজার একশতটাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার হয়।

Check Also

দুপচাঁচিয়ার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *