সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে জব্দ করা সার নিলামে ৮ লাখ ৬৬ হাজার ৮৩৫ টাকায় বিক্রি

 

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে পাচারের উদ্যেশে নিয়ম বর্হিভুত ভাবে সার গুদামে মজুত রাখায় জব্দ করা আরও ৮২৫  বস্তা বিভিন্ন প্রকার সার প্রকাশ্যে নিলামে বিক্রি করা  হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার মুরইল বাজারের রাফি ট্রেডার্স নামের গুদামের সামনে নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানার উপস্থিতিতে নিলামে ৮ লাখ ৬৬ হাজার ৮৩৫ টাকায় বিক্রি দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার মুরইল বাজারে অবস্থিত মেসার্স রাফি ট্রেডার্স নামের এক খুচরা সার বিক্রেতার ডিলারের গুদামে   নিয়ম বর্হিভুত ভাবে অতিরিক্ত সার মজুত করা হয়। সেখান থেকে রাসায়নিক সার পাচার করা হচ্ছে। এমন সংবাদের  ভিত্তিতে গত মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহি  অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট নিশাত আনজুম অনন্যার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ওই গুদামে অভিযান চালিয়ে পাচারের উদ্যেশে ট্রাকে বোঝাই করা ২৪৫ বস্তা এমওপি (পটাশ) সার জব্দ ও গুদামে নিয়ম বহিভুত রাখা অতিরিক্ত ৮২৫ বস্তা বিভিন্ন জাতের সার মজুত অবস্থায় ধরা পড়ে। এ সময় ভ্রাম্যমান ৮২৫ বস্তা সারসহ গুদাম সিলগালা করেন ও খুচরা সার ডিলার রাফি ট্রেডার্স-এর মালিক আশরাফ হাজির ৩০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ওই দিন পাচারের উদ্যোশে ট্রাক বোঝাই ২৪৫ বস্তা পটাশ সার প্রকাশ্যে নিলামে ২লাখ ৪১ হাজার ৩২৫ টাকা বিক্রি করে দেন। অবশিষ্ট গুদামে সিলগালা করে রাখা ৮২৫ বস্তা সার। গতকাল বুধবার বেলা ১২টায়  মুরইল বাজারে নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানার উপস্থিতিতে প্রকাশ্যে নিলামে তিন ব্যক্তির নিকট ৮ লাখ ৬৬ হাজার ৮৩৫ টাকায় বিক্রি দেয়া হয় বলে আদমদীঘি উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম জানান।

Check Also

দুপচাঁচিয়ার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *