
বগুড়া সংবাদ : বুধবার সকালে বগুড়ার কাহালু উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উদ্বুদ্ধকরণ ও মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কাহালু উপজেলা ফিল্ড সুপার ভাইজার নুর মোহাম্মাদ ইব্রাহীম খলিল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালকের প্রতিনিধি জেলা কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার আলহাজ্ব মুহাম্মাদ আব্দুল্লাহ আল মাহমুদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কাহালু উপজেলা রিসোর্স কাম সেন্টারের মডেল কেয়ারটেকার আব্দুল বারী আকন্দ, সাধারণ কেয়ারটেকার আব্দুল বারী সহ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন কাহালু উপজেলার সকল প্রাক-প্রাথমিক, সহজ কোরআন ও বয়স্ক শিক্ষা কে›েন্দ্রর শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।