সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে টাইফয়েড টিকা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

oppo_2

বগুড়া সংবাদ  (রশিদুর রহমান রানা ,শিবগঞ্জ, বগুড়া): বগুড়ার শিবগঞ্জে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী   ৯৮ হাজার শিশু কিশোরদের টাইফয়েড টিকাদানের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে হাফিজুর রহমান অডিটরিয়ামে এমএনসি এন্ড এএইচ অপারেশনাল প্ল্যানের আওতায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন।  এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য  রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।  ডা, ফারাহ তাবাসসুম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে  বক্তব্য রাখেন ডা, এইচ এম ইমরান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আতোয়ার রহমান মন্ডল, তাজুল ইসলাম,  বরকতিয়া জামে মসজিদের খতিন মাঃ আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় সংবাদকর্মীরা।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, উপজেলার ১২টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায়  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ৬৮,২০০ জন শিশুকে আগামী ১ সেপ্টেম্বর থেকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এর মধ্যে স্কুল পর্যায়ে ৬৬,৮৫৫ জন এবং গ্রাম প্রর্যায়ে ৩১৩৪৫ জন শিশু কিশোর রয়েছে।

Check Also

সোনাতলায় ১০টি জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

বগুড়া সংবাদ : ২০২৫-২০২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীন জলাভূমিসহ প্রাতিষ্ঠানিক সোনাতলা উপজেলার মোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *