
বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু পৌর এলাকার সাগাটিয়া মুন্সিপাড়ায় পুকুরের পানিতে ডুবে রাতুল নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে । সে কাহালু পৌর এলাকার সাগাটিয়া মুন্সিপাড়া গ্রামের আলমগীর হোসেনের পুত্র।
জানা যায়, বেলা ১১ টার পর থেকে শিশু রাতুল নিখোঁজ হন। তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেন। খোঁজাখুজির এক পর্যায়ে বেলা ৩ টার দিকে সাগাটিয়া মুন্সিপাড়া জামে মসজিদের পুকুরের শিশু রাতুলের লাশ ভেসে উঠেন। পরে তার লাশ উদ্ধার করে বাড়ীতে নেওয়া হয়। প্রতিবেশীরা জানান, শিশু রাতুলকে রেখে তার মা পালিয়ে অন্য জায়গার বিবাহ করেন । তারপর থেকে শিশু রাতুলকে তার অসুস্থ দাদী দেখাশোনা করতেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে