সর্বশেষ সংবাদ ::

দুই শতাধিক কবি নিয়ে বগুড়া সাহিত্য উৎসব

বগুড়া সংবাদ : প্রায় ২০ জেলার কবি নিয়ে জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখার আয়োজনে দিনব্যাপী কবিতা উৎসব অনুষ্ঠিত হলো বগুড়ায়।
বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে কবিতা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবিতা মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী।
অনুষ্ঠানের সম্মাননা প্রদান পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম রিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ। জাসাস বগুড়ার পক্ষে মোফাখ্খারুল ইসলাম, জাতীয় সাংস্কৃতিক মঞ্চ কেন্দ্রীয় কমিটির মহাসচিব আমজাদ হোসেন খান, জাতীয় কবিতা মঞ্চের সহ সভাপতি মনজু খন্দকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার সভাপতি ফাতেমা ইয়াসমিন। স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার সাধারণ সম্পাদক সাদেক সোহাগ। বক্তব্য রাখেন কবি ছড়াকার আমির খসরু সেলিম, গল্পকার আব্দুর রাজ্জাক বকুল, কবি এম রহমান সাগর, কবি নাহিদ হাসান রবিন, কবি সেলিম রেজা কাজল, কবি প্রত্যায় হামিদ, কবি আলমগীর হৃদয়, কবি আশরাফুল ইসলাম নয়ন, কবি হাসানুজ্জামান, কবি রোকসানা রহমান, কবি আশফাকুজ্জামান, কণ্ঠশিল্পী জাহাঙ্গীর মাহমুদ, কবি মাজেদুর রহমান, কবি পিংকু আহম্মেদ, কবি প্রীতি দত্ত, কবি শান্তি, কবি সুজন প্রামানিক, কবি লুবনা জাহান, কবি পাপিয়া সুলতানা, কবি ফারজানা করিম, কবি রবিউল করিম, কবি ঈমামুল হুদা বিপ্লব, কবি এমএ মান্নান, উদ্বোধনী অনুষ্ঠানের পর বইমেলার উদ্বোধন, তরুণ কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর, আবৃত্তি, তরুণ কবি সৃষ্টিতে লিটলম্যাগের ভূমিকা বিষয়ক আলোচনা সভা, কবি আড্ডা, জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার মুখপত্র ও সাহিত্যের ছোট কাগজ কাঠপত্রের মোড়ক উন্মোচন করা হয়। এবারের বগুড়া সাহিত্য উৎসবে কবি ও সম্পাদক প্রফেসর মীর আব্দুর রাজ্জাক, কবি ও সম্পাদক জয়ন্ত দেব, কবি ও গল্পকার সাংবাদিক মসহীন রাজু, কবি ও সম্পাদক মাহফুল আখতারকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক এইচ আলিম। এই অনুষ্ঠানে বগুড়া, রাজশাহী, রংপুর, পাবনা, ঈশ^রদী, কুষ্টিয়া, নওগাঁ, জয়পুরহাট, ঢাকা, সিরাজগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁ, গাইবান্ধাসহ বেশ কয়েকটি জেলার দুইশতাধিক কবিগণ অংশগ্রহণ করেন। জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখার প্রথম বছর পূর্তি উপলক্ষে কবিদের আনন্দ উৎসবে মেতে উঠেন।

 

Check Also

বগুড়ায় নারীর দিয়ে ফাঁদ পেতে অপহরণ , ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি ,তুফানের ভাইসহ গ্রেফতার ৭

বগুড়া সংবাদ : বগুড়া জেলা গোয়েন্দা শাখা বগুড়ার বিশেষ অভিযানে অপরহণ হওয়ার ২ ঘন্টার মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *