
বগুড়া সংবাদ: সোনাতলার চরাঞ্চলে মাটির নীচ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও এক ব্যক্তিকে আটক করেছে সোনাতলা থানা পুলিশ। থানাসূত্রে জানা যায় থানার ওসি মিলাদুন নবীর নির্দেশে এএসআই হোসেন আলী সঙ্গীয় কয়েকজন ফোর্স নিয়ে গত ১৭ আগস্ট রাতে পাকুল্লা ইউনিয়নের খাটিয়ামারি চর গ্রামে তোজাম্মেল হোসেনের বাড়িতে গেলে তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করেন। উক্ত তোজাম্মেলকে জিজ্ঞাসাবাদ করলে তার দেখানো মতে তার বসতবাড়ির রান্না ঘরের মেঝে মাটির নীচ থেকে রেজিস্ট্রেশন বিহীন লাল রঙের একটি বাবাজ মোটরসাইকেল (মূল্য আনুমানিক একলাখ বিশ হাজার টাকা) ও একটি কালো রঙের সুজুকি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল (মূল্য দুইলাখ আশিহাজার টাকা) উদ্ধার করতে সক্ষম হয়েছে। মোটরসাইকেল চুরি ঘটনার সাথে আরো কয়েকজন সঙ্গী আছে বলে পুলিশ জানান। এ ব্যাপারে সোমবার ১৮আগস্ট সোনাতলা থানায় মামলা দায়ের হয়েছে। ধৃত আসামীকে বগুড়া জেলহাজতে পাঠিয়েছে। এ বিষয়ে থানার ওসি মিলাদুন নবী নিশ্চিত হয়েছেন। তিনি জানান অন্যান্য আসামীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।