
বগুড়া সংবাদ :(জাহাঙ্গীর আলম লাখি গাবতলী ,বগুড়া) : অভায়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার গাবতলী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান। সহকারী উপজেলা শিক্ষা অফিসার বুলবুল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান, প্রাণিসম্পদ অফিসার রাশেদুল ইসলাম রাশেদ, মৎস্য চাষী মোশারফ হোসেন শাহীন, প্রমূখ। শেষে আদর্শ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শুরুর পূর্বে একটি বর্ণাঢ্য রেলী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।