বগুড়ায় ৩৯টি স্টল নিয়ে শুরু একুশে বই মেলা

বগুড়া সংবাদ : মহান শহীদ দিবস ও আন্তর্জার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় ৩৯টি স্টল নিয়ে শুরু হলো অমর একুশে বই মেলা। গতকাল সোমবার বিকেল ৫টায় শহরের শহীদ খোকন পার্কে সম্মিলিত
সাংস্কৃতিক জোট বগুড়ার উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। ১০দিনব্যাপি বই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল
আহসান রিপু। সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নাতি প্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী, কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক সাংবাদিক এইচ
আলিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জিয়াউল হক বাবলা, মতিয়ার রহমান, লুবনা জাহান প্রমুখ। মেলায় নিউজ কর্নার পাবলিশিং, বগুড়া অনলাইনবুক সপ, ইশা প্রকাশন, মদিনা অক্সফোর্ড লাইব্রেরী, আল মদিনা লাইব্রেরী ও ভিন্নদৃষ্টি পাঠশালাসহ মোট ৩৯টি স্টল স্থান পেয়েছে। নিউজ কর্নার পাবলিশিং এর স্বত্বাধিকারী কালিপদ সেন টিপু জানান, এবারে মেলার প্রধান আকর্ষন ইলমা বেহরোজ এর লেখা পদ্ম যা। যেটি পাঠকদের মন কেড়েছে। এছাড়াও কবি জাফর ইকবাল ও আনিছুল হকসহ অন্যান্য কবির লেখা বই পাঠকদের মন জয় করছে। তিনি আরও জানান, মেলায় বই বিক্রি বড় কথা নয়, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বই সম্পর্কে জানতে পারবে। বর্তমান ছেলেমেয়েরা মোবাইল ফোন ব্যবহারে বেশি আগ্রহী। তাদের বেশি বেশি বই পড়তে আগ্রহী করার জন্য এ মেলার আয়োজন। বই কিনতে আসা শহরের কলোনী এলাকার নবম শ্রেণীর ছাত্রী নওরিন তাবাসসুম জানান, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশে বই মেলায় এসেছি। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে বই দেখছি। কবিদের লেখা বিভিন্ন বই দেখে মুগ্ধ হয়েছি। যে বইটি বেশি ভালো লাগবে সেটি কিনবো। মেলার কর্তৃপক্ষ জানান, বইমেলায় প্রতিদিন বিকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, নতুন বইয়ের মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়েছে। মেলা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

Check Also

নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন, নিয়োগ পেলেন যারা

বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *