বগুড়া সংবাদ: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আজ (মঙ্গলবার) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহর জামায়াত কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস ছালাম তুহিন। যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারী আব্দুল হাদী মোঃ শফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক। আরও বক্তব্য রাখেন যুব নেতা এনামুল হক রানা, নামিরুল হক জার্জিস, আব্দুল ওয়াদুদ, দেলোয়ার হোসেন, আবু সুফিয়ান পলাশ, অধ্যাপক হারুনুর রশিদ, মোস্তফা মোঘল, আবু হুরায়রা, রফিকুল ইসলাম, মোকাম্মেল হক প্রমূখ।
অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, যুবকরা দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমাদের যুব সমাজকে যুবশক্তিতে পরিনত করতে পারলেই দেশ উন্নত হবে। এজন্য জামায়াতে ইসলামী যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে পেশাগতভাবে দক্ষ করার পাশাপাশি নৈতিক শক্তিতে বলীয়ান হিসেবে গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে যুবকরা বুকের রক্ত দিয়ে যেই নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তাদের স্বপ্ন পূরণে জামায়াতে ইসলামী দূর্নীতি, চাঁদাবাজ মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। স্বপ্নের বাংলাদেশ গড়তে যুবসমাজকে জামায়াতে ইসলামীর পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ব আহ্বান জানান তিনি।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
