সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে গোয়েন্দা সংস্থার সদস্যর বাড়িতে দিন-দুপুরে দু:সাহসিক চু’রি

বগুড়া সংবাদ : (রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া): বগুড়ার শিবগঞ্জে গোয়েন্দা সংস্থার সদস্য (এন.এস.আই) এর বাসায় দিন-দুপুরে দু:সাহসিক চু’রি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১১টার দিকে। সরেজমিনে গিয়ে জানাযায়
শিবগঞ্জ পৌর এলাকার মীরেরচক গ্রামে (এন.এস. আই) জাহিদুর রহমানের নিজ বাড়িতে তার স্ত্রী ও সন্তানরা বসবাস করেন। জাহিদুর রহমান বর্তমানে নাটোর জেলায় কর্মরত আছেন। । সোমবার সকাল ১০টার দিকে তার স্ত্রী সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী মাদ্রাসায় যান। এই সুযোগে একটি সংঘবদ্ধ চো’রের দল বাড়ির দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। একপর্যায়ে ঘরের স্টীলের আলমারির তালা ভেঙ্গে নগদ ৪ লক্ষ টাকা ও ৩ ভরি স্বর্ণের অলংকার ও প্রয়োজনীয় কাপড়চোপড় নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে এন.এস.আই এর সহধর্মীনি চাম্পা বেগম বলেন, আমার স্বামী গোয়েন্দা সংস্থা (এন.এস.আই) পদে নাটোর জেলায় কর্মরত আছেন। আমি আমার ছেলেকে নিয়ে মীরেরচক গ্রামে বসবাস করি। ছেলেকে নিয়ে পার্শ্ববর্তী মাদ্রাসায় গেলে এই সুযোগে সংঘবদ্ধ চো’রের দল বাড়ীর দরজার তালা ভেঙ্গে স্টীলের আলমারী ভেঙ্গে জমি ক্রয়ের জন্য রাখা নগদ ৪ লক্ষ টাকা ও ৩ ভরি স্বর্ণের অলংকার ও কাপড়চোপড় চুরি করে নিয়ে যায়। এব্যাপারে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস শুকুর বলেন, এব্যাপারে অভিযোগ পেয়েছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

সোনাতলায় ১০টি জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

বগুড়া সংবাদ : ২০২৫-২০২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীন জলাভূমিসহ প্রাতিষ্ঠানিক সোনাতলা উপজেলার মোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *