সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় গণশুনানিতে ক্ষিপ্ত হয়ে দুদক চেয়ারম্যানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ

বগুড়া সংবাদ : বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে নিজের অভিযোগ গ্রহণ না করায় ক্ষিপ্ত হয়ে সংস্থার চেয়ারম্যানকে লক্ষ্য জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রবিবার (১০ আগস্ট) বগুড়ার টিটু মিলনায়তনে গণশুনানি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। তবে জুতা নিক্ষেপ করলেও চেয়ারম্যান পর্যন্ত পৌঁছেনি।
জানা যায়, ছাকোয়াত হোসেন মণ্ডল নামের ব্যক্তি পেশায় মৎস্যচাষি। তিনি দীর্ঘদিন বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে কোন প্রতিকার না পেয়ে হতাশ হয়ে পড়েন। প্রশাসন থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাপ্রধানের দপ্তরে অভিযোগ করেও কোনো সুরাহা পাননি। শেষ চেষ্টা হিসেবে তিনি বগুড়ায় দুদকের গণশুনানিতে অভিযোগ জমা দিতে যান। কিন্তু সেখানেও তার অভিযোগ গ্রহণ করা হয়নি। পরে গণশুনানি চলাকালে ছাকোয়াত হোসেন হঠাৎ ক্ষিপ্ত হয়ে দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের দিকে নিজের পায়ের জুতা নিক্ষেপ করেন। ঘটনার পরপর কর্মকর্তারা তাকে সরিয়ে দেন।
ছাকোয়াত হোসেন মন্ডল বলেন, প্রশাসনসহ সকল দপ্তরে অভিযোগ দিয়েও কোন বিচার পাইনি। মানবাধিকার কমিশন দুইবার আমার পক্ষে রায় দিলেও কোনো কাজ হয়নি। দুদকের এ অনুষ্ঠানে শুধু সদর থানার অভিযোগ নেওয়া হচ্ছে। আমারটা নিচ্ছে না। এ আক্ষেপেই আমি জুতা নিক্ষেপ করেছি। এতে যদি আমার জেল হয় তাতে কিছুই যায় আসে না।
অভিযোগের বিষয়ে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন জানান, তিনি হয়তো সঠিক পদ্ধতিতে আবেদন করেননি। এজন্য তার অভিযোগের বিষয়ে আমরা অবগত নই।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *