
বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
এঘটনায় উপজেলার বোহাইল মধ্যপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে আবু রায়হান নামে এক ব্যক্তি গত শুক্রবার (৮ আগষ্ট) থানায় সাধারন ডাইরী (জিডি) দায়ের করেছেন।
আবু রায়হান জানান, উপজেলার মোস্তাইল বাজারে তার ১ শতক জমির উপর দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে পান সিগারেটের ব্যবসা করে আসছেন। ওই ১ শতক জমি জবর দখলের জন্য তার নিজ বড়ভাই শরিফুল ইসলাম (৪০) দীর্ঘদিন যাবদ ষড়যন্ত্র ও হুমকি ধামকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (৭ আগষ্ট) রাত সাড়ে ১১টার দিকে বড়ভাই শরিফুল ইসলাম ও তার দুই স্ত্রীসহ ধারালো অস্ত্র লাঠিসোটা নিয়ে এসে দোকানঘরের সাটার ভেঙ্গে ভিতরে ঢুকে মালামাল সেলিং ফ্যান ৪টি ক্যারামবোর্ডসহ পুরো দোকান তছনছ করে ফেলে। এতে করে লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে বাধা দিতে গেলে বড়ভাই শরিফুল ইসলাম ও তার দুই স্ত্রী ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করে। হামলায় আবু রায়হান আঘাত প্রাপ্ত হয়ে দৌড়ে পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পায়। এঘটনায় তিনি থানায় জিডি করেন।
শরিফুল ইসলামের সাথে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার দ্বিতীয় স্ত্রী ফোন ধরেন। তাকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ওই জমি তার স্বামীর। কাউকে মারপিট করা হয়নি বরং আবু রায়হানই ধারালে অস্ত্র নিয়ে এসে তার স্বামী শরিফুল ইসলামকে আঘাত করে। এতে তার স্বামী গুরুতর আহত হন।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা থানার থানার এসআই নুরুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক ভাবে তদন্ত করা হয়েছে। তদন্তে দোকানঘর ভাংচুরের সত্যতা পাওয়া গেছে। পরবর্তিতে তদন্ত সম্পন্ন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।