
বগুড়া সংবাদ : বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি পরিমল চন্দ্র দাসকে সর্বজনীন সনাতনী সংঘ তালোড়ার নব গঠিত কমিটির পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। গত ৫ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া চেলোপড়া কালী মন্দির প্রাঙ্গণে সংঘের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সর্বজনীন সনাতনী সংঘ তালোড়ার নব গঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, রঞ্জন রাজভর, সাংগঠনিক সম্পাদক রতন চন্দ্র দাস, সহ সাংগঠনিক সম্পাদক রমেশ রাজভর, সদস্য সজল চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।