
বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ার চামরুল ইউনিয়নের চামরুল গ্রামে মিম আক্তার(২২) নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মিম প্রবাসী সোহেল রানার স্ত্রী। গত ৮আগস্ট শুক্রবার সকালে এ ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৫বছর পূর্বে সোহেল রানার সঙ্গে মিমের বিয়ে হয়। গত ৩১জুলাই সোহেল রানা দেশে আসে। ঘটনারদিন সকালে মিম তার স্বামীকে বাজার থেকে সাংসারিক সামগ্রী নিয়ে আসতে বলে। সোহেল রানা স্থানীয় বাজার থেকে সামগ্রীগুলো কিনতে যাযয়। এসুযোগে বাড়ির অন্যান্যদের অগোচরে মিম নিজ শয়ন ঘরের ফ্যানের সঙ্গে ওরনা পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। তার স্বামী সোহেল রানা বাড়ি ফিরে ঘরের ভিতর প্রবেশ করে দেখেন মিম ফানের সঙ্গে ঝুলে রয়েছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।