বগুড়া সংবাদ :চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, রাজশাহীর ৫ম বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারী) নগরীর সিলিন্দায় চৈতীর বাগানে দিনব্যাপী এই মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, রাজশাহী -৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, রাজশাহী’র সভাপতি ও রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা সমিতির ৫ম বার্ষিক মিলনমেলা-২০২৪ এর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জেলা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী আশরাফুল হক, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য ও জেলা সমিতির সহ-সভাপতি মোখলেছুর রহমান কচি, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, রাজশাহী মহিলা কলেজের অধ্যক্ষ ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা, রাজশাহী জজকোর্টের নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক হাসানু রিপন, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ময়েজ উদ্দিন, রাজশাহী শিক্ষাবোর্ডের স্কুল পরিদর্শক মুহা. জিয়াউল হক, কর্নেল (অব) মনিরুজ্জামান মনির, সমিতির অফিস সম্পাদক এবিএম আকতারুল ইসলাম, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সভাপতি রমজান আলী, মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ প্রমুখ।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিলো পহাতের লাহাড়ী হিসেবে কালাইর রুটি পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুরের খাবার, গম্ভীরা, আলোচনা সভা, র্যাফেল ড্র।