

বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
উপজেলা শিক্ষা অফিসার সাইফুন নাহার এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মেহেদী হাসান, বিপ্লব দেবনাথ, কৃসনা তরফদার, প্রধান শিক্ষক আবু কালাম আজাদ, হুমায়ন কবির, প্রবির কুমর শিল সহকারী শিক্ষক মোনতেজার। অনুষ্ঠানে তিনটি হুইল চেয়ার, তেরটি চশমা ও দুটি ক্রাচ বিতরণ করা হয়।