বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশন এলাকায় ঢাকাগামী আন্তঃনগর লালমনিহাট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নাসিম মাহমুদ জয় (২৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে রেলক্রসিং রেলগেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নাসিম মাহমুদ জয় আদমদীঘি উপজেলার চক সোনার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। নাসিম মাহমুদ জয় পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দুপুর দেড়টার দিকে লালমনিহাট হাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন ষ্টেশনে প্রবেশ করছিল। সেই মুহুর্তে মোটরসাইকেল আরোহী নাসিম মাহমুদ জয় রেলক্রসিং এর ভিতর দ্রুত বেগে মোটরসাইকেল পার হতে গেলে ওই ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মাথা ও দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে নিহতের স্বজনরা থানায় ছুটে আসেন এবং সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। এদিকে তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানা ওসি হাবিবুর রহমান হাবিব বলেন, দ্রুত বেগে মোটরসাইকেল আরোহী রেল ক্রসিং পার হওয়ার কারনে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানা একটি (অপমৃত্যু) ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা