
বগুড়া সংবাদ : বগুড়া জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আরফাতুর রহমান আপেল বলেছেন, শিক্ষার্থীদের শুরুতেই সম্মাননা প্রদান তাদের মনোবল বৃদ্ধি করে এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে প্রেরণা হিসেবে কাজ করে। মেধা যাচাই করতে হলে প্রয়োজন হয় সুস্থ প্রতিযোগিতার। এরই ধারাবাহিকতা হিসেবে প্রতিবছর অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষার আয়োজন করছে। এতে ছাত্রছাত্রীদের মধ্যে লেখাপড়ার প্রতি আগ্রহ বেড়েছে। বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। শনিবার বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বগুড়া জেলা শাখার আয়োজনে বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি মো: সাজেদুর রহমান সাজু’র সভাপতিত্বে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোস্তাফিজার রহমান, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, বগুড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য হারুন-উর-রশিদ তালুকদার, শিক্ষাবিদ ডা. নূরুজ্জামান জুয়েল, দেশ হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক আপেল মাহমুদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সহ-সভাপতি লিয়াকত আলী, উপদেষ্টা গাজীউল ইসলাম, অর্থ সম্পাদক আবু হোরায়রা, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, সদস্য সানাজুল ইসলাম, শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রায় ৩০টির অধিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ৩০০ জন শিক্ষার্থীর কে বৃত্তি সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিশু শিক্ষার্থীরা নাচ, গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করে।