
বগুড়া সংবাদ : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়ায় শোক মিছিল করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১১টায় জেলা বিএনপির উদ্যোগে শহরের নবাব বাড়ি সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহবুবর রহমান, সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো: মোশারফ হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগার তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, মাহবুবুর রহমান হারেজ, জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সাইফুল ইসলাম, জেলা সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, এড. হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী সাংবাদিক নেতা কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, শাহাদত হোসেন, বিএনপি নেতা সোলাইমান আলী, মিজানুর রহমান রাজা,মাহবুবুর রহমান লুলকা, মানিক সরকার, রাজু হোসেন পাইকার, আজিজুর রহমান বিদ্যুৎ, মাহবুবর রহমান হারেজ, তোহা, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সৎস্যজীবী দলের আহবায়ক ময়নূল, জেলা ওলামা দলের আহবায়ক হাফেজ জাকারিয়া, সদস্য সচিব মুফতি কাজী একরামুল হক, জেলা তাতী দলের আহবায়ক সরোয়ার হোসেন, সদস্য সচিব সেকেন্দার আলী মুন্সি জেলা কৃষক দলের আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক সুমন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল সাহরিয়ার গোর্কী, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, সদর উপজেলা যুবদলের আহবায়ক শ্রী অতুল চন্দ্র দাস, শহর স্বেচ্ছাসেবকদলের সভাপতি জামিলুর রহমান, সাধারণ সম্পাদক হোসেন আলী, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, সাধারন সম্পাদক এম আর হাসান পলাশ, আজিদুল হক কলেজ ছাত্রদলের আহবায়ক রাজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল আল-আমিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আকিতুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহবায়ক সৈয়দ জেবায়েদ হাসান নাহিদ, মহিলা দল নেত্রী মেরী খাতুন, সুরাইয়া জেরিন রনি, নিহার সুলতানা তিথি, প্রমুখ। অপরদিকে বাদ জুম্মায় জেলা বিএনপির আয়োজনে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল করা হয়।দোয়া মাহফির পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মাওলানা মনোয়ার হোসেন।