বগুড়া সংবাদ : গোপালগঞ্জে পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১৭ জুলাই (বৃহস্পতিবার) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিকালে বগুড়ার সাতমাথায় জেলা স্কুলের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা গোলচত্তরে এসে শেষ হয়। এ সময় গোপালগঞ্জে হামলা কেন? প্রশাসন জবাব চাই, মুজিব বাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ, আওয়ামীলীগের আস্তানা, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম, দালালী না রাজপথ, রাজপথ রাজপথ প্রভূতি স্লোগান দেন তারা।
মিছিলে নেতৃত্ব দেন এনসিপি বগুড়া জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহিত তাকি। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, মুজিববাদী সন্ত্রাসীরা জুলাই বিপ্লবীদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা করেছে।
তিনি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি প্রোগ্রামের নিরাপত্তা দিতে না পারলে ১৭ কোটি জনগণের নিরাপত্তা কিভাবে দিবেন? ৬৪ জেলায় একযোগে নির্বাচন কিভাবে করবেন? জুলাই গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া অর্থবহ নির্বাচন করা সম্ভব নয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সোহেল আহমেদ লিটন, শওগত ইমরান, ইজাজ আল ওয়াসী জ্বীম, শাহরিয়ার জুহিন, সৈকত আলী প্রমূখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
