
বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহর থেকে ইমন কুমার প্রামানিক (২৭) নামের এক হিন্দু যুবককে অপহরণ করা হয়েছে। গত রোববার রাতে অপহরনকারীরা তাঁকে অপহরণ করেছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। ইমন প্রামানিক সান্তাহার পৌর শহরের হাউজিং কলোনী এলাকার বিকাশ চন্দ্রের ছেলে। এ ঘটনায় ইমনের বাবা বিকাশ চন্দ্র সোমবার সন্ধ্যায় আদমদীঘি থানায় একটি (সাধারণ ডায়েরি) জিডি দায়ের করেছেন। ইমনের বাবা বিকাশ চন্দ্র জানান, ইমন গতকাল রোববার সন্ধায় নওগাঁ শহরের নওজোয়ান মাঠে এক বন্ধুর কাছে থেকে পাওনা টাকা নিতে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর ইমন রাতে আর বাড়ি ফিরে আসেনি এবং ইমনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে অনেক জায়গায় খোঁজ খবর নিয়েও ইমনের কোন সন্ধান পাওয়া যায়নি। সোমবার দুপুরে বিকাশ চন্দ্রের মোবাইল ফোনে একটি অঞ্জাত নম্বর থেকে ফোন আসে। ওই ফোনে এক ব্যক্তি ইমনকে ছেড়ে দেওয়ার জন্য ১৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে । ওই ব্যক্তি আরও বলেন, যদি বিষয়টি পুলিশকে জানানো হয় তাহলে ইমনকে মেরে ফেলা হবে । ফোনের কথা অনুযায়ী ওই ব্যক্তির দেওয়া বিকাশ নম্বরে ১৫ হাজার টাকা পাঠিয়ে দেন বাবা বিকাশ চন্দ্র। পরে আবারো ইমনের ফোন ব্যবহার করে আরও ১০ হাজার টাকা দাবি করেন অপহরণকারী। এরপর থেকে ইমনের ও অপহরণকারীর ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ইমনের বাবা বিকাশ চন্দ্র গত সোমবার সন্ধ্যায় আদমদীঘি থানায় একটি (সাধারণ ডায়েরি) জিডি দায়ের করেছেন।