বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে বিএনপির দায়েরকৃত দুটি নাশকতার মামলায় গোলাম মুহিত চাঁন (৪২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত গোলাম মুহিত চাঁন ধুনট পৌরসভার দক্ষিণ অফিসারপাড়া এলাকার আওয়ামীলীগ নেতা মৃত মোহাম্মদ আলীর ছেলে এবং তিনি ধুনট উপজেলা যুবলীগের সমাজকল্যান বিষয়ক সম্পাদক।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, গোলাম মুহিত চাঁনের বিরুদ্ধে ২০২৪ সালের ১২ নভেম্বর এবং ২০২৫ সালের ১৯ ফেব্রæয়ারী তারিখে পৃথক দুটি মামলা দায়ের হয়। ওই মামলায় সোমবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
