বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে জালানি তেল পরিমাপে কম দেওয়ায় এবং বিএসটিআই এর হালনাগাদ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স না থাকায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল ধুনট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স সাহা ট্রেডার্সকে এই অর্থদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল জানান, ধুনট পৌরসভাস্থ ধুনট বাজারে সোমবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মেসার্স সাহা ট্রেডার্সে ব্যবহৃত লিটারসমূহ বিএসটিআই-এর আদর্শমান লিটারে পরিমাপ করে দেখা হয়। ৩টি লিটার (১০ লিটার ধারণক্ষমতা সম্পন্ন) পরীক্ষা করে প্রতিটিতে ৫০ মিলি করে কম পরিমাণ জ্বালানি তেল পাওয়া যায়। এছাড়া বিএসটিআই-এর হালনাগাদ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স না থাকায় সামগ্রিক বিবেচনায় মেসার্স সাহা ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। কোর্ট পরিচালনাকালে বিএসটিআই-এর ফিল্ড অফিসার প্রসিকিউশন দাখিল করেন। জনস্বার্থে এই ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
