সর্বশেষ সংবাদ ::

বিগত ১৬ বছর বগুড়ার শিক্ষা প্রতিষ্ঠানের কোন উন্নয়ন করেনি পলাতক ফ্যাসিস্ট সরকার- বাদশা

বগুড়া সংবাদ : শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার মান উন্নয়নে বগুড়ায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বগুড়া সদরের পল্লীমঙ্গল বারুইপাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি, পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। বিদ্যালয়ের সভাপতি, সাবেক ছাত্রদল নেতা সাজ্জাদুল বারী সুমনের সভাপতি এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশাররফ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ জহুরুল আলম, সহ-সভাপতি সামছুল আলম, হাসান জাহিদ হেলাল, এখলাছ মন্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রশিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ। এতে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, বিগত ১৬ বছর বগুড়া শিক্ষা প্রতিষ্ঠানের কোন উন্নয়ন করেনি পলাতক ফ্যাসিস্ট সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি বগুড়ায় বলেই শেখ হাসিনা হিংসা করত, যার কারণে এখানে স্কুল কলেজ রাস্তাঘাটে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিএনপির উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে, বিএনপি ক্ষমতায় এলেই দেশের সার্বিক ক্ষেত্রে উন্নয়ন হয়। বগুড়াতে ইতিপূর্বে যত উন্নয়ন হয়েছে বিএনপি সরকারের আমলেই হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকলে শুধু বগুড়া নয়, সারা দেশেরই উন্নয়ন করে। তাই আবারও বিএনপিকে ক্ষমতায় নিয়ে যেতে হবে। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আগামী নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনার পাশাপাশি নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

Check Also

বগুড়ায় রেলওয়ে কলোনিতে যৌথবাহিনীর অভিযানে ৯ মাদক ব্যবসায়ী আটক

বগুড়া সংবাদ : বগুড়া শহরের রেলওয়ে কলোনি এলাকায় মাদক বিরোধী যৌথ অভিযান হয়েছে। বৃহস্পতিবার (১৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *