সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় তিনদিন ব্যাপি শিক্ষা মেলার সমাপনীতে সম্মাননা ও পুরস্কার প্রদান

বগুড়া সংবাদ : বগুড়া শিক্ষা ও চারুকলা উন্নয়ন সোসাইটির উদ্যোগে তিনদিন ব্যাপি শিক্ষা মেলার সমাপনীতে বিশিষ্ঠ ব্যক্তিদের সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে শহীদ খোকন পার্ক চত্বরে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা উদযাপন কমিটির আহবায়ক বিশিষ্ঠ শিক্ষাবিদ প্রফেসর সামস্ধসঢ়; উল আলম জয়। এতে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক পিএলসি এর পরিচালক ও সাবেক অতি: সচিব মো: আব্দুল মজিদ। মেলা উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যক্ষ তানভীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জনতা ব্যাংক বগুড়া এরিয়ার ডিজিএম আব্দুল আলীম খান, আহমেদ তৈয়ব হাসান, বীট মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত, বগুড়া প্রেসক্লাবের সহসভাপতি আব্দুস সালাম বাবু, অধ্যক্ষ রেজাউল ইসলাম। এসময় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, বগুড়া রেসিডেনসিয়াল মডেল স্কুলের পরিচালক আর এস এম পলাশ,
আখতারুজ্জামান, মেলা কমিটির সদস্য আশিকুল ইসলাম শুভ, হরিনারায়ন সুমন, হাসনতা ই রাব্বি তুষার, আহসান হাবিব সেলিম, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এজন্য প্রয়োজন আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান ও আদর্শ শিক্ষক। কোন প্রতিষ্ঠানে ভর্তি করালে সন্তান সুনাগরিক হিসেবে গড়ে উঠবে তা অবগত করতে ব্যতিক্রমি শিক্ষা মেলা প্রশংসনীয়। আমাদের বগুড়াকে এগিয়ে নিতে হবে।
এজন্য সকলকে এগিয়ে আসতে হবে। পড়াশুনার পাশাপাশি কারিগরি শিক্ষা ও আধুনিক তথ্য প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে করতে হবে। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সকলকে প্রস্তুত হতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ
হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষাক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট শিক্ষার্থী গড়ে তোলার আহবান জানান তিনি। উল্লেখ্য গত রবিবার মেলার উদ্বোধন করেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। জেলার বিভিন্ন স্কুল, দেশে ও বিদেশে উচ্চ শিক্ষা সহায়ক প্রতিষ্ঠানসহ ৪৬টি স্টল মেলায় অংশগ্রহন করেছে। শিক্ষাক্ষেত্রে সরকারের উন্নয়ন কর্মকান্ডসহ শহরের স্বনামধন্য প্রতিষ্ঠানে কিভাবে
পাঠদান, দেশে ও বিদেশে উচ্চ শিক্ষায় প্রতিষ্ঠানগুলোর কর্মকান্ড তুলে ধরা হয়েছে স্টলগুলোতে।

Check Also

জোড়পুর্বক জমি দখলের পায়তারা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ :  জোড় পুর্বক জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে এবং পরবর্তীতে মিথ্যা মামলা দিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *