বগুড়া সংবাদ : আদমদীঘির সান্তাহারে ভাড়া বাসায় রাজিয়া সুলতানা (৪০) নামের এক নারীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা মামলার পলাতক আসামী নিহতের স্বামী আব্দুল রশিদ (৫৫) কে র্যাব-১২ র্যাব-৪ ও সিপিসি-২ এর যৌথ অভিযানিক দল গ্রেফতার করেছে। গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে গাজীপুর জেলার সদর থানার সালনা বাজারের কাঁথারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নিহতের স্বামী আব্দুর রশিদ চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শ্রীকান্দর গুচ্ছগ্রামের বদিউজ্জামানের ছেলে। মামলা সুত্রে জানাযায়, চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শ্রীকান্দর গুচ্ছগ্রামের আব্দুর রশিদের সাথে বগুড়া জেলার কাহালু উপজেলার খাড়িয়া নিশিন্দা গ্রামের রাজিয়া সুলতানার ৪ বছর পূর্বে ২য় বিয়ে হয়। তারা আদমদীঘির সান্তাহার চা-বাগান এলাকার জনৈক আইয়ুব আলীর মনোয়ারা ভিলা নামক বাসায় ভাড়া থাকতো। বিয়ের পর থেকেই তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হতো। গত ২৭ জানুয়ারী আব্দুল রশিদ ও তার স্ত্রী রাজিয়া সুলতানা ভাড়া বাস থেকে ঢাকায় গিয়ে ৪ ফেব্রুয়ারী সেই বাসায় পিরে আসে। রাজিয়া বেগমের আগের পক্ষের শ্রাবনি নামের এক মেয়ে ভাড়া বাসার অন্য কক্ষে থাকতো। ঘটনার দিন গত ৯ ফেব্রƒয়ারী বিকেল ৫টায় আবারো স্বামী স্ত্রীর মধ্যে কলহের জেরধরে আব্দুর রশিদ ক্ষিপ্ত হয়ে ভাড়া বাসার আঙ্গিনায় স্ত্রী রাজিয়া সুলতানাকে ধারালো তরকারি কাটার বটি দিয়ে কুপিয়ে জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এরপর প্রতিবেশিরা আশংকাজনক অবস্থায় রাজিয়া সুলতানাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরদিন ১০ ফেব্রুয়ারী সকাল ৮টায় চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। আলোচিত এই নিহতের মা মজির্না বেগম বাদি হয়ে আদমদীঘি থানায় মামলা করেন। এদিকে আসামী গ্রেফতারে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কর্মকর্তরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে র্যাব-৪ ও সিপিসি-২ এর সহযোগিতায় পলাতক আসামী নিহতের স্বামী আব্দুর রশিদের অবস্থান শনাক্ত করে মামলা দায়েরের মাত্র ২ দিনের ব্যবধানে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় গাজীপুর জেলার সদর থানার সালনা বাজারের কাঁথারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদমদীঘি থানায় সোর্পদ করেন।
Check Also
বগুড়ায় ছাত্র আন্দোলনে নিহত শহীদ সৈকতের কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ
বগুড়া সংবাদ : জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বুধবার রাতে বগুড়ার সোনাতলা উপজেলার …