
বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুর মাদক সম্রাজ্ঞী ছালিমা বেগম ওরফে ছালি (৬০) কে গত শুক্রবার রাতে কাহালু থানা পুলিশের এ এস আই মোজাম্মেল হক ও শাহিবুল ইসলাম কাহালু বাজারস্থ সিএনজি ষ্ট্যান্ড এলাকা হতে মাদক বিক্রয়ে সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
মাদক সম্রাজ্ঞী ছালি কাহালু পৌরসভা এলাকার লক্ষিপুর মলপুকুর এলাকার মৃত হারেজ আলী স্ত্রী। ছালিকে ইতিপূর্বে থানা পুলিশ মাদকসহ বেশ কয়েক বার গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। আদালত থেকে জামিনে বের হয়ে সে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। গতকাল শনিবার থানা পুলিশ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে ছালিকে আদালতে প্রেরণ করেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা