
বগুড়া সংবাদ : সোনাতলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প বিষয়ক ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নে এবং ডবিøউএফপি-এর সহযোগিতায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০ জুন দুপুরে সোনাতলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে এবং ইএসডিও’র কর্মকর্তা মোঃ আমির হোসেনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দিগদাইড় ইউপি চেয়ারম্যান শহিদুল হক টুল্লু,পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম,জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী,উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভিএস ডা.মোস্তফা কামাল,মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোঃ শাহিন মিয়া,প্রকল্পের ইউ.সি মোঃ ওয়াসিম,এফএফ মজনু আলম ও আল্পনা বেগম ।