সর্বশেষ সংবাদ ::

জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় মহাশ্মশান কালীবাড়ি(উপজেলা কেন্দ্রীয় মন্দির)এর আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে। গত ২৭জুন শুক্রবার বিকালে কেন্দ্রীয় মন্দির হতে জগন্নাথ দেবের রথটি সনাতন ধর্মালম্বীর নর-নারীরা রশি দিয়ে টেনে দুপচাঁচিয়া পৌর এলাকার হাট খোলা মন্দির, ল²ীতলা মন্দির প্রদক্ষিণ করে চৌধুরী পাড়া গৌড় -নিতাই আখড়ায় রথটি নিয়ে যায়। রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী মহলদার মানিক, গুনাহার ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের, উপজেলা যুবদলের আহবায়ক আফসার আলী, সাবেক পৌর কাউন্সিলর রেজানুর তালুকদার রাজিব, কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, সাধারণ সম্পাদক অসীম কুমার দাস, গৌড় নিতাই আখড়ার সভাপতি সুজিত কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক অসিত চৌধুরী গুপি, সেবাইত গোপাল সান্যাল প্রমুখ। সনাতনী পঞ্জিকা মতে বাংলা সনের আষাঢ় মাসের শুক্লাপক্ষে দ্বিতীয়া তিথিতে এ রথ যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধর্মমতে ভগবান জগন্নাথদেব তাঁর ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে এ রথে চড়ে মাসির বাড়িতে গিয়েছিলেন। ৮দিন পর এ রথে চড়েই মাসির বাড়ি হতে ফিরে এসেছিলেন। এ কারনে সনাতন ধর্মাবলম্বীদের নিকট এদিন গুরুত্বপূর্ণ তিথি। এ রথযাত্রা অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ হিন্দু নর-নারী উপস্থিত ছিলেন।

Check Also

ধুনটে অগ্নিকাণ্ড কৃষকের বাড়ি পুড়ে ছাই

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে অগ্নিকাণ্ড এক কৃষকের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *