
বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ায় নাশকতার মামলায় চামরুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল(৫২)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ২৬জুন বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের সহায়তায় বগুড়া সদর থানার চারমাথা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃত জুয়েল চামরুল ইউনিয়নের চামরুল গ্রামের মৃত আবু সাঈদের ছেলে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম নাশকতা মামলায় জুয়েলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন ২৭জুন শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।