
বগুড়া সংবাদ : বৃহস্পতিবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এখলাস বাহিনীর বিরুদ্ধে যত অভিযোগ করেন একই ইউনিয়নের আব্দুল মান্নান।
তিনি বলেন বুধবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শাখারিয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবলার মেয়ে মার্জিয়া আক্তার যে বক্তব্য প্রদান করেছেন তাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকৃত ঘটনা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি এখলাছ হোসেন মন্ডল দলের প্রভাব খাটিয়ে সেচ্ছা সেবক দলের বহিষ্কৃত নেতা আতিকুর রহমান সাগর ও ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আরিফুর রহমান স্বপন মিলে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। তারা দীর্ঘদিন যাবৎ চালিতাবাড়ী, পাঁচবাড়িয়া, উলিপুর, নাকান্দি, কদিমপাড়া, সহ আরো দুই তিন গ্রামের নিরীহ মানুষদের সন্ত্রাসী কায়দায় নির্যাতন, চাঁদাবজী মারপিট, ছুরিকাঘাত ও মাদক ব্যবসা করে আসছে। তাদের এসব কর্মকান্ডের প্রতিবাদ করায় প্রায় ১০জন লোককে ছুরিকাঘাত করে আহত করে। এছাড়া বিভিন্ন সময় এলাকার মানুষদের নামে তারাই আবার মিথ্যা ঘটনা দেখিয়ে হয়রানি মূলক মামলা দ্বায়ের করে। তাদের এসব অপকর্মের বিরুদ্ধে এলাকাবাসী একজোট হয়ে মানববন্ধন, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করে। এতে ক্ষীপ্ত হয়ে গত ২৩ শে জুন তারা দলবদ্ধ হয়ে এলাকার নিরীহ মানুষদের উপর হামলা চালিয়ে ককটেল বিক্ষোরণ আগ্রেয়াস্ত্র প্রদর্শন করে আতংক সৃষ্টি করে। এ সময় তাদের মারপিটের নারী পুরুষ সহ ০৮ জন আহত হন। আহতদের মধ্যে মারুফা আক্তার, বুলবুলি বেগম ও নদী আক্তারের অবস্থা গুরুতর। তারা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঐ দিন পুলিশ ও সেনাবহিনী গভীররাত পর্যন্ত অভিযান চালিয়ে এখলাছ বাহিনীর ০৩ সন্ত্রাসীকে এলাকা থেকে গ্রেফতার সহ বিপুল পরিমান দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে। এর পরদিন আবারো যৌথ অভিযান চালিয়ে এখলাছ বাহিনীর ০২ সদস্যকে গ্রেফতার সহ আরো দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে। সন্ত্রাসীদের রক্ষা করতে এখলাছ বাহিনীর সদস্য সাগরের স্ত্রী মারজিয়া সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য উপস্থাপন করে প্রশাসনকে ভুল বুঝানোর চেষ্টা করে। তারা ছিনতাই, চুরি, ডাকাতি, চাঁদাবজী ও মাদকব্যবসা সহ এমন কোন অপকর্ম নেই যে তারা করেনা। সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের পর এলাকার জন্যেগণ কিছুটা স্থিতিতে রয়েছে। এজন্য প্রশাসনকে আমরা ধন্যবাদ জানানো হয়। পুলিশ মোতায়েন থাকায় গতকাল এইচ এস সি ও আলিম পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বাড়ী ফিরেছে।