সর্বশেষ সংবাদ ::

ধুনটে গ্রেপ্তারকৃত মিন্টুর মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বগুড়া সংবাদ  : বগুড়ার ধুনটে আত্মহত্যার প্ররোচনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তারকৃত মিন্টু হাসানের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে ধুনট বাজারের চারমাথা এলাকায় ওই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বক্তরা বলেন, ফেসবুক লাইভে এসে পারিবারিক সমস্যার কারনে আত্মহত্যা করে রাসেল মাহমুদ। বক্তারা বলেন, প্রকৃত অপরাধীদের বিচার হোক এটা আমরা সবাই চাই। কিন্তু বন্ধুত্বের সম্পর্ককে বিকৃতভাবে উপস্থাপন করে একজন ভদ্র ছেলে মিন্টু হাসানকে হয়রানি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য রাসেল আত্মহত্যার প্ররোচনার দায়েরকৃত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

কর্মসূচিতে বক্তারা আরো বলেন, আমরা অবিলম্বে সুষ্ঠ তদন্ত করে প্রকৃত অপরাধী খুঁজে বের করে নিরাপরাধ মিন্টু হাসানকে মুক্তির দাবি জানাই। মানববন্ধন কর্মসূচিতে সাবেক পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম লিটন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৭ মে ফেসবুক লাইভে এসে ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের আবু রায়হানের ছেলে রাসেল মাহমুদ বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। এই ঘটনায় নিহত রাসেলের বাবা আবু রায়হান বাদী হয়ে তার পুত্রবধু নাদিরা খান প্রেমা, শ^াশুড়ি বিউটি খাতুন, মিন্টু হাসান ও শ^শুর লুৎফর রহমান খান সহ ৬জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় বাদী মিন্টু হাসানকে পুত্রবধু নাদিরা খান প্রেমার পরকীয়া প্রমিক বলে উল্লেখ করেছেন। এদিকে মামলা দায়েরের পর ২১ জনু ধুনট থানা পুলিশ মিন্টু হাসানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেছেন।

Check Also

বগুড়া-৪ আসনের প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে রফিকুল ইসলাম খান জামায়াত দূর্নীতি, চাঁদাবাজমুক্ত দেশ গড়ে তুলতে চায়

বগুড়া সংবাদ : জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *