বগুড়া সংবাদ : ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে এক নারী ট্রেন যাত্রী (৩৫) ধর্ষনের শিকার হয়েছে। যাত্রীরা ধর্ষক ট্রেন যাত্রী সাইফুল ইসলামকে (২৮) আটক করে ট্রেনে কর্তব্যরত রেলওয়ে পুলিশের নিকট হস্তান্তর করেছে। সাইফুল ইসলাম ওই ট্রেনের পিএ অপরেটর এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নিজামখাঁ গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। ধর্ষনের শিকার নারীর বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায় তিনি বিবাহিত নারী বলে জানা গেছে।
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান হাবিব জানান, বুধবার সকালে রংপুর এক্সপ্রেস ট্রেনটি সকাল নয়টার দিকে কমলাপুর ষ্টেশন থেকে ছেড়ে আসার পর ওই নারী টয়লেটে প্রবেশ করলে অপরেটর সাইফুল ওই টয়লেটে প্রবেশ করে এবং জোড় পূর্বক নারীকে ধর্ষন করে। পরে ধর্ষিতা নারী বিষয়টি ট্রেন যাত্রী ও রেলওয়ে পুলিশকে জানালে এ সময় রেলওয়ে সৈয়দপুর থানার পুলিশ সাইফুলকে আটক করে। ট্রেনটি দুপুরে বগুড়ার সান্তাহার জংশন ষ্টেশনে পৌছার পর পুলিশ ধর্ষিতা নারী ও ধর্ষক সাইফুলকে সান্তাহার রেলওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করে। ওসি আরও বলেন, পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ধর্ষিতা নারী ও ধর্ষক সাইফুলকে বিকেলে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ঢাকা কমলাপুর রেলওয়ে থানায় পাঠানো হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা