
বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে উর্মি আক্তার (২০) নামের এক গৃহবধূ সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শহর ফাঁড়ির পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ি তালপুকুর মহল্লায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দুপুরে তার মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মৃত উর্মি আক্তার উপজেলার সান্তাহার পৌর এলাকার রথবাড়ি তালপুকুর গ্রামের কাপড় বিক্রেতা আল আমিনের স্ত্রী।
সান্তাহার পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কালাম সরদারের মেয়ে উর্মি আক্তারের সাথে আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকায় রথবাড়ি তালপুকুর মহল্লার আনোয়ারের ছেলে আল আমিনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায় স্বামী আল আমিনের সাথে তার স্ত্রী উর্মি আক্তারের পারিবারিক কলহ চলতে থাকে। গতকাল বুধবার সকালে তাদের মধ্যে আবারও কলহের সৃষ্টি হলে অভিমান করে বেলা সাড়ে ১০ টায় উর্মি আক্তার তার শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুঁলে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, উর্মি আক্তারের মরদেহটি উদ্ধার করে বগুড়া মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে।