বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মঈনুল হাসান মুকুলের স্ত্রীর নার্সারির চারা গাছ কেটে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে প্রতিপক্ষরা। এঘটনায় রবিবার বিএনপি নেতা মঈনুল হাসান মুকুল বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানাযায়, ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মঈনুল হাসান মুকুলের স্ত্রীর ক্রয়কৃত সম্পত্তির নার্সারীতে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করেন। রবিবার জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রæতার জের ধরে গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ি গ্রামের মৃত মুঞ্জুর সরকারের ছেলে আবু বক্কর ও তার ভাই মিম সরকার সহ তাদের লোকজন মঈনুল হাসান মুকুলের স্ত্রীর নার্সারির সম্পূর্ণ চারা গাছ কেটে ফেলে রেখেছে এবং কাঠের গাছ কেটে নিয়ে গেছে। এতে তাদেরকে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এবিষয়ে বিএনপি নেতা মঈনুল হাসান মুকুল বলেন, প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে রবিবার ভোর ৫টার দিকে নার্সারির সকল গাছ কেটে ফেলে। এসময় বাধা দিলে তারা হামলা চালিয়ে আমার পক্ষের কয়েকজনকে গুরুতর আহত করেছে।
তবে এবিষয়ে বক্তব্য নিতে প্রতিপক্ষদের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও কোন বক্তব্য পাওয়া যায়নি।
এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। # (ছবি আছে)
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
