সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় কথিত  বিএনপি নেতা এখলাস ও তার সন্ত্রাসী বাহিনীর কর্মকান্ডের প্রতিবাদে চালিতাবাড়ী গ্রামবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বগুড়া সংবাদ : বগুড়া সদরের ৬ নং শাখারিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি এখলাস মন্ডল ও তার ভাতিজা সাগরের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। রবিবার বিকেলে চালিতাবাড়ীতে শত শত এলাকাবাসীর মানব বন্ধনে অবিলম্বে এখলাস মন্ডল কে দ্রæত আটকের দাবী জানান। মানব বন্ধনে বক্তারা বলেন বিএনপির সহ সভাপতি এখলাস মন্ডল বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় প্রতিনিয়ত

প্রকাশ্যে অস্ত্র নিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ এবং অসহায় মানুষদের হত্যার হুমকি, মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবী দাবী করছে। আর এতে তাকে সহযোগিতা করছেন ভাতিজা সন্ত্রাসী সাগর, স্বপন, সোহেল, শিমুল, জয়, জিলহজ্জ, গালকাটা শিহাব।
এলাকাবাসী জানিয়েছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ করা হলেও প্রশাসন এ বিষয়ে নীরব ভুমিকা পালন করছে। এমনকি কোনো মামলা পর্যন্ত নেওয়া হয়না। ফলে কিছুদিন পর পর চালিতাবাড়ীর মানুষদের প্রকাশ্যে কুপিয়ে হাসপাতালে পাঠানো হচ্ছে। মানব বন্ধনে এখলাস বাহিনীর কর্মকান্ডে অতিষ্ঠ অনেকেই অঙ্গ হারিয়েছেন তা দেখান। তারা দ্রæত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
মানব বন্ধনে বক্তব্য রাখেন নির্যাতনের শিকার আবু বক্কর সিদ্দিক, আমিনুর ইসলাম, জাফর ইসলাম, আনার ইসলাম, মানিক মিয়া, রবিউল ইসলাম, লিলু মিয়া, গোলাম মোস্তফা মোস্তা, মুক্তার হোসেন, ইমন ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ।
ক্যাপশন: রবিবার বিকেলে চালিতাবাড়ীতে শাখারিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি এখলাস মন্ডল ও তার ভাতিজা সাগরের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

Check Also

ধুনটে অগ্নিকাণ্ড কৃষকের বাড়ি পুড়ে ছাই

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে অগ্নিকাণ্ড এক কৃষকের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *