সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জেলা ছাত্রলীগ নেতার উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ

বগুড়া সংবাদ : রোববার বিকেলে বগুড়া জেলা ছাত্রলীগের সহ সভাপতি শেখ হৃদয় আহমেদ মিঠুর ব্যক্তিগত উদ্যোগে পৌর এলাকার ১৯নং ওয়ার্ডের হটিলাপুর মধ্যপাড়ায় শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নূরে আলম লীটন।   শীতবস্ত্র বিতরণকালে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা শেখা হাসিনার নির্দেশে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। এই শীতে কোন মানুষ যেন কষ্ট না পায়, সেজন্য আমরা ছুটে যাচ্ছি সকল প্রান্তে। ছাত্রলীগের কর্মীরা পড়াশোনার পাশাপাশি আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আহবান জানান। শীতবস্ত্র বিতরণ কালে জেলা ছাত্রলীগের সহ সভাপতি সবুজ বিশ্বাস জেলা ছাত্রলীগ নেতা সাকিব, বিশ্ব চন্দ্র রায়, আহসান হক পলক, জারিফ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Check Also

শিবগঞ্জে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত 

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ বগুড়া) :  বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ও শিবগঞ্জ  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *