সর্বশেষ সংবাদ ::

সারিয়াকান্দিতে ফুফুর গোসলের সময় ভিডিও ধারণ, ব্ল্যাকমেইলের অভিযোগে ভাতিজা আটক

বগুড়া সংবাদ : বগুড়ার সারিয়াকান্দিতে এক নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে মোঃ রিপন (৩২), পিতা: মৃত মোঃ ইব্রাহিম, গ্রাম: চকমল্লা, থানা: গাবতলী–কে আটক করেছে সেনা টহল দল।
গত ১৬ জুন রাতে আনুমানিক ২২:৩০ ঘটিকায় সারিয়াকান্দি আর্মি ক্যাম্প থেকে নিয়মিত রাত্রিকালীন ডমিনেশন পেট্রোলে থাকা সেনা দলের কাছে অভিযোগ করেন সৈনিক মোমিন (১১৭ ফিল্ড ওয়ার্কশপ) যে, তার ফুফু আপেলা বেগম (৪০)-এর গোসলের সময় ভিডিও ধারণ করে মোঃ রিপন তাঁকে ব্ল্যাকমেইল করছেন।
অভিযোগ পাওয়ার পরপরই টহল দল ঘটনাস্থল চকমল্লা গ্রামে পৌঁছে আপেলা বেগমের বাড়ির পার্শ্ববর্তী কৃষি খামার এলাকা থেকে অভিযুক্ত রিপনকে আটক করে। মোবাইল ফোন তল্লাশির পর অভিযোগের সত্যতা মিলেছে। জানা গেছে, রিপন পূর্বের জমিজমা বিরোধ নিষ্পত্তি না করলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছিলেন।
পরবর্তীতে স্থানীয় মেম্বার ও গ্রামবাসীর উপস্থিতিতে রিপনের বাড়ি তল্লাশি করে খামারের সিলিং থেকে একটি দেশীয় অস্ত্র (বল্লম) ও ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
আটককৃত রিপন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের কথা স্বীকার করেছেন। তিনি আরও জানান, বল্লমটি তিনি আত্মরক্ষা ও ভয়ভীতি প্রদর্শনের কাজে ব্যবহার করতেন এবং নিয়মিত মাদক সেবন করতেন।
১৭ জুন রাত ০৩:৩০ ঘটিকায় অভিযুক্ত মোঃ রিপনকে গাবতলী থানায় হস্তান্তর করা হয়।

Check Also

সোনাতলায় ১০টি জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

বগুড়া সংবাদ : ২০২৫-২০২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীন জলাভূমিসহ প্রাতিষ্ঠানিক সোনাতলা উপজেলার মোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *