সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে যাত্রীবাহী বাস থেকে দুই কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজাসহ আরিফ হোসেন (১৯) নামের এক মাদক কারবারি বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার হবির মোড় নামক স্থানে বাস তল্লাশি করে উল্লেখিত পরিমান গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফ হোসেন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার শহরাই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানায়, মঙ্গলবার সকালে বাস যোগে নওগাঁর উদ্দেশ্যে মাদকের চালান যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার হবির মোড় ট্রাক শ্রমিক অফিসের সামনে চেক পোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা কালে ওই দিন সকাল সাড়ে ৯ টায় নওগাঁগামী একটি বাস তল্লাশি করে বাসের সিটে বসে থাকা আরিফ হোসেনকে আটক ও তল্লাশি করা কালে তার একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Check Also

বগুড়া-৪ আসনের প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে রফিকুল ইসলাম খান জামায়াত দূর্নীতি, চাঁদাবাজমুক্ত দেশ গড়ে তুলতে চায়

বগুড়া সংবাদ : জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *