
বগুড়া সংবাদ : মঙ্গলবার বাদ মাগরিব বগুড়া শহর জামায়াত কার্যালয়ে বগুড়া শহর জামাযাতের ওয়ার্ড সভাপতি সেক্রেটারীদের এক দায়িত্বশীল সমাবেশ শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হামিদ বেগ, মাওলানা হেদায়েতুল ইসলাম, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, এ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, নিজাম উদ্দিন প্রমুখ। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসনে সকল কেন্দ্র কমিটি গঠন ও গ্রুপ ভিত্তিক প্রচার কমিটি গঠন করায় সন্তোষ প্রকাশ করা হয়। খবর বিজ্ঞপ্তির।
ক্যাপশন:
মঙ্গলবার বাদ মাগরিব বগুড়া শহর জামায়াত কার্যালয়ে বগুড়া শহর জামাযাতের ওয়ার্ড সভাপতি সেক্রেটারীদের এক দায়িত্বশীল সমাবেশ বক্তব্য রাখেন শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।