
বগুড়া সংবাদ :আজ একটি অভিযোগের প্রেক্ষিতে বগুড়া সদর সেনা ক্যাম্প থেকে লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে একটি টহল দল বড়কুমিরা হিন্দুপাড়া এলাকায় গমন করেন। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান যে ৯০ বছর বয়সী এক বৃদ্ধা, বিমলা রানী, তাঁর তিন পুত্রের অবহেলায় প্রচণ্ড রোদের মধ্যে বাড়ির বাইরে অবস্থান করছেন, কারণ তাঁর ছেলেরা তাঁকে ঘরে আশ্রয় দেননি।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে টহল কমান্ডার তাৎক্ষণিকভাবে বৃদ্ধার ছেলেদের ও তাদের স্ত্রীদের প্রেষণা প্রদান করেন এবং ভবিষ্যতে যেন এ ধরনের আচরণ পুনরায় না ঘটে সে বিষয়ে সতর্ক করেন। পরে তিনি বৃদ্ধাকে পুনরায় তার ছেলের বাড়িতে আশ্রয় নেওয়ার ব্যবস্থা করেন এবং কিছু শুকনো খাবারও সরবরাহ করেন।
সদর সেনা ক্যাম্প থেকে এই বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা হবে এবং প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।