সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় প্রীতি ফুটবল ম্যাচে ছাত্রদল ৪-২ গোলে বিজয়ী

বগুড়া সংবাদ : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে গত শুক্রবার বিকেলে সোনাতলা উপজেলার সুখানপুকুর হাইস্কুল মাঠে দিগদাইড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় ছাত্রদল ও যুবদল স্বেচ্ছাসেবক দল অংশ নেয়। খেলা উপভোগ করতে মাঠের চর্তুপাশে ছিল অসংখ্য ক্রীড়ামোদি নারী-পুরুষ দর্শক। উভয় দলের খেলোয়াড়রা ভালো খেললেও নির্দ্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোল করতে সক্ষম না হওয়ায় পরে টাইব্রেকারে খেলা হয়। এতে উপজেলা ছাত্রদল (সাদা জার্সি) যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে (লালজার্সি) ৪-২ গোলে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে অতিথিরা উভয়দলের খেলোয়াড়দের হাতে একটি করে খাসি তুলে দেন। খেলা পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, সহ-সভাপতি মোঃ মোর্শেদ মিলটন,মোঃ মাফতুন আহম্মেদ খান রুবেল,অ্যাড.নূরে আজম বাবু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোঃ মোশারফ হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন দিগদাইড় ইউপি চেয়ারম্যান শহিদুল হক টুল্লু, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড.হাসিদুল হক চৌধুরী,সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার,জেলা বিএনপি নেতা ও শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন,সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রতন, সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু,সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক রাশেদুর রহমান হান্নান,উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ-সহ অনেকে। দিগদাইড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহম্মেদ তরুণ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। রাকিবুল হাসান রাকিব খেলা পরিচালনা করেন। ধারাভাষ্যকারে ছিলেন মোঃ রফিকুল ইসলাম। রাতে ওই মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী কনকচাপা ও মৌসুমী-সহ অন্যন্য শিল্পী সঙ্গীত পরিবেশন করেন।

 

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *