
বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ বগুড়া) : বগুড়ার শিবগঞ্জ উপজেলার সকল সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে শিবগঞ্জ উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে জমকালো ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান শুক্রবার বিকালে হযরত আলী ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি, সাংবাদিক রশিদুর রহমান রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক এম. এ. ইসলাম আরিফ, সহ-সভাপতি শরিফুল ইসলাম ও আব্দুর রহিম,সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম,কার্যনির্বাহী সদস্য সিহাবুল ইসলাম সিহাব,বাবলু মিয়া, জুনায়েদ,শিমুল আহমেদ, মাসুদ রানা,নাজমুল ইসলাম, নাহিদ ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক বিষয় নিয়ে গভীর আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়। নেতৃবৃন্দ বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মিলেমিশে কাজ করলে এলাকার মানুষের জন্য আরও কার্যকর সেবা নিশ্চিত করা যাবে।
সংগঠন এলাকার উন্নয়ন ও সামাজিক কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।